এই কোর্সে CISCO CCNA পরীক্ষা সম্পর্কে ধারণা দেয়া হবে এবং এই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করা হবে।
সিসিএনএ করার জন্য মোটামোটি ভাল টাকায় প্রয়োজন । তাই আমি উদ্যোগ নেই বাংলায় ফ্রি সিসিএনএ কোর্সটি পাবলিশ করার জন্য। আমি ইতি মধ্যে বিভিন্ন সাইটে টুকটাক লেখালেখি করি, টেকটিউনস, টেকটুইটই ইত্যাদি। আমার মনে হলো শিক্ষক.কম এ টোটাল কোর্সটি পাবলিশ করলে, অনেকেই উপকৃত হবে।