Posts in this series
- Windows server টিউটোরিয়াল সমূহ
- Windows server Bangla-02 : Windows Server ইনস্টলেশন
- Windows server Bangla-03:Active directory কনফিগারেশন
- Windows server Bangla-04 : DNS সেটআপ
- Windows server Bangla-05 : Map drive তৈরি করার পদ্ধতি
- Windows server Bangla-06 : Hyper-V কনফিগারেশন
- Windows server Bangla-07 : File server কনফিগারেশন
Windows Server ইনস্টলেশন:
প্রথমে Microsoft এর ওয়েবসাইট থেকে Windows Server2012 এর.iso টি ডাউনলোড করে CD তে বার্ন করতে হবে।
BIOS থেকে first boot CD ROM সিলেক্ট ককরতে হবে।
CD টি DVD ROM স্থাপন করে পিসি রিস্টার্স্ট করতে হবে।
পিসি রিস্টার্স্ট হওয়ার সাথে সাথে এ ধরনের একটি ম্যাসেজ আসবে । কিবোর্ড থেকে যেকোন একটি key প্রেস করতে হবে।
আপনি এই ডায়লগ বক্সটি দেকতে পারবেন।কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করতে হবে।
এখন Install এ ক্লিক করতে হবে।
এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটি সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।
তারপর আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে সেখান থেকে I accept the license terms option সিলেক্ট করে next এ ক্লিক করতে হবে।
custom options এ ক্লিক করতে হবে।
এ যে ড্রাইবে আমরা ইন্সটল করতে চাই সেই ড্রাইন সিলেক্ট করে next এ ক্লিক করতে হবে।
সবশেষে একটি ডায়লগ বক্স এপেন হবে সেখানে Password দিয়ে next এ ক্লিক করতে হবে।
সবশেষে ctrl+Alt+Delete প্রেস করলে একটি বক্স ওপেন হবে সেখানে password দিয়ে enter প্রেস করলে Windows server এর ওয়েলকাম বক্স চলে আসবে।
সবাই ভাল থাকবেন।
1 Comment. Leave new
I am new.